স্বরূপকাঠির চেয়ারম্যান শেখরের ভাগিনা’র গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

দেশ জনপদ ডেস্ক | ২৩:৪০, সেপ্টেম্বর ২৬ ২০২০ মিনিট

স্বরূপকাঠিা প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মধ্যে আটঘর কুডিয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবু শেখর সিকদারের আপন ভাগিনা পান্ত সমদ্দারের (১৯) গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ছে। গত বৃহস্পতিবার রাত থেকে আটঘর কুডিয়ানা এলাকা থেকে গাঁজা সেবনের ভিডিওটি ভাইরাল হয়। ইউনিয়নের চেয়ারম্যান সেখর সিকদারের আপন ভাগিনার গাজা সেবনের ভিডিও ভাইরালের পর সমালোচনার ঝড় বইছে সর্ব মহলে। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সময় উপযোগী খোরাক যোগাবে ভাগিনার গাঁজা সেবনের ভিডিও ফুটেজ। এদিকে মাদককে না বলুন আর এ শ্লোগানকে সামনে রেখে স্থানীয় প্রশাসনের লোকজন বেশ তোরজোর হলেও মাদক নিয়ন্ত্রণে আসছে না কোন মতেই। গত সপ্তাহে স্বরূপকাঠি পৌরসভার মধ্যে ৩নং ও ৪ নং ওয়ার্ডের মধ্যে স্কুল পড়ুয়া কিশোর গ্যাংরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। যদিও সদ্য দায়িত্ব নেওয়া নেছারাবাদ থানার বর্তমান ওসি আবির মোঃ হোসেন স্ব-মহিমায় অগ্রসর হলেও হঠাৎ করে নিরব হয়ে যাচ্ছে বলে উপজেলার বেশির ভাগ লোকজন গণমাধ্যম কর্মীদের জানান। প্রশ্ন উঠেছে পৌরসভার মধ্যে বিপদগামী তিন স্কুল পড়–য়া কিশোরদের হাতে কারা মাদক বিক্রির কাজ তুলে দিয়েছিল। পাশাপাশি কেন বের করা হলো না? এ চক্রের গড ফাদার কারা? প্রশাসন ইচ্ছে করলেই তিন কিশোরকে আইনের আশ্রয়ে এনে জিজ্ঞাসাবাদ করলেই আসল গডফাদারের নাম জানতে পারতো। এদিকে গত কয়েক বছর ধরে মাদকে ভাসছে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের অলিগলি বিগত সময়ে স্থানীয় চেয়ারম্যানের পক্ষের কিছু কিছু লোকজনের সরাসরি মাদকের সাথে সম্পৃক্ততা ছিলো বলে এলাকার বেশীরভাগ লোকজন গণমাধ্যম কর্মীদের জানান। স্থানীয় সুশীল সমাজের লোকজন মনে করেন, প্রশাসনের সুদৃষ্টি থাকলে আটঘর কুডিয়ানা ইউনিয়নের মধ্যে মাদক নির্মূল শতভাগ সম্ভব। এদিকে কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবু শেখর সিকদারের আপন ভাগিনার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িয়ানা বাজারের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে বলে বাজারের ব্যবসায়ীরা গণমাধ্যম কর্মীদের জানান। স্থানীয় লোকজন আরও জানায়, আদাবাড়ীর সন্তান ব্যবসায়ী সন্তোষ সমদ্দারের ছেলে প্রান্ত সমদ্দার (১৮) বিরুদ্ধে অভিযোগে উঠেছে গাঁজা সেবনকারী হিসাবে। বিগত সময়ে ক্ষমতার দাপটে ধরাকে সরাজ্ঞান করে যা ইচ্ছে তাই করেছে প্রান্ত সমদ্দার ও তার গ্র“প বাহিনীর লোকজনরা। কিশোর বয়সেই বেশ নাম ডাক অর্জন করেছে প্রান্ত সমদ্দার। তবে বাদ যায়নি আদাবাড়ীর সুকেশের ছেলে সংগ্রাম (২০) সহ কুডিয়ানার রিপন সিকদারের ছেলে রন্তু সিকদার (৩০) ও কঠুরাকাঠীর তপন বরাইয়ের ছেলে তমাল বরাই (১৮) নামও। এ ব্যাপারে প্রান্ত সমদ্দারের বাবা সন্তোষ সমদ্দারের সাথে কথা হয় জেলার ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে। গণমাধ্যম কর্মীদের সকল প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারেনি তিনি। তবে ছেলের ভিডিও ফুটেজ দেখে হতভম্ব হয়েছেন। তবে মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে বলেন, এটা আমার ছেলের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। অবশ্য আমার আত্মীয় বর্তমান চেয়ারম্যানকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা। তবে হ্যাঁ আমার ছেলে অপরাধী হলে তার কঠিন শাস্তি হোক। অপর দিকে বর্তমান চেয়ারম্যান বাবু শেখর সিকদার গণমাধ্যম কর্মীদের জানান, আমি বরাবরই মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। কে আমার আত্মীয় সেটা বড় কথা নয়। বরং মাদক নিয়ন্ত্রণে আমি বরাবরই সাহসী পদক্ষেপ নিতে শতভাগ প্রস্তুত। সর্বশেষ তথ্য মতে নেছারাবাদ থানার ওসি এলাকার স্বার্থে অনেক কিছুই অবগত নয়। তবে গণমাধ্যম কর্মীদের জানান, আমি কখনোই মাদকের সাথে আপোষ করি না। আমি মাদক মুক্ত উপজেলা চাই।