মাদক ব্যবসায়ী যতবড় ক্ষমতাধর হোক পার পাবেনা (এসি ডিবি)

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৫, সেপ্টেম্বর ২৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। আজ শনিবার বরিশাল নগরীর রসুলপুর বস্তিবাসীদের নিয়ে মাদক বিরোধী সভা করেন নগর গোয়েন্দা শাখার সহকারি পুলিশ কমিশনার মনজুর রহমান । সভায় গোপনে বা প্রকাশ্যে মাদক ব্যবসায়ী নির্মূলে যেকোন তথ্য দিতে সকল বস্তিবাসীদের অনুরোধ জানান সহকারী পুলিশ কমিশনার মনজুর রহমান। তিনি আরও বলেন কার শেল্টারে মাদক ব্যাবসা পরিচালিত হয়, আমাকে গোপনে জানান, যতবড় ক্ষমতাসম্পন্ন হোক কেউ ছাড় পাবে না । আপনারা পাশে থাকলে মাদক নির্মূল সম্ভব। সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, খোঁজ রাখবেন, কারো সন্তানকে অকারণে ঘোরাঘুরি বা আড্ডায় যেন দেখতে না পাই, যদি কোন সন্তানকে মাদক লেনদেন সংশ্লিষ্টতায় পাওয়া যায়, সেই সন্তানের দ্বায় দায়িত্ব বাবা -মাকেই নিতে হবে । আজকের পর থেকে নিজ নিজ ঘর -সন্তান নিজ দায়িত্বে সামলাবেন। এসময় তিনি আরও বলেন, যতদিন এই বস্তি মাদকমুক্ত না হবে, আমাদের অভিযান চলমান থাকবে। মাদকের সাথে কোন পুলিশের সংশ্লিষ্টতা পেলেও গোপনে জানাবেন। সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা শাখা, সহকারী পুলিশ কমিশনার নরেশ কর্মকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।