কীর্তনখোলা নদী দূষণমুক্ত করার দাবি

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৬, সেপ্টেম্বর ২৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব নদী দিবসে বরিশালের কীর্তনখোলা নদী দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বরিশাল নদী দিবস উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম জানান, তারা সাম্প্রতিক এক জরিপে কীর্তনখোলা নদীর বেলতলা, জেলখাল, রসুলপুর, চরকাউয়া খেয়াঘাট, ডিসি ঘাট এবং ত্রিশ গোডাউন এলাকায় দখল এবং দূষণের চিত্র পেয়েছেন। দখল উচ্ছেদ এবং দূষণ বন্ধ করে কীর্তনখোলা নদীর প্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।