বরিশালে জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের অবরোধ॥

দেশ জনপদ ডেস্ক | ২১:১৫, সেপ্টেম্বর ২৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জলবায়ু সুবিচারের দাবিতে নগরীতে অবরোধ পালন করেছে তরুণরা। বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবসের অংশ হিসেবে সুইডিস পরিবেশকর্মী গ্রেট থুনবার্গের আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচি আয়োজন করে ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। কোস্টাল ইয়ুথ একশন হাব ও আন্তার্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার স্থাস্থবিধি মেনে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষঅ করে তরুণ জলবায়ুকর্মীরা নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে একত্রিত হয়। পরিবেশবাদী সংগঠন আরণ্যকের সভাপতি কথক বিশ্বাস জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট’র চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান, কোস্টাল ইয়ুথ একশন হাবের ম্যানেজার জুবায়ের ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে আরোও জোড়ালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব জাতি আজ বিপদাপন্ন। এ বৈশ্বিক সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরও অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়ন, সবকিছুতেই তরুণদের সম্পৃক্ত করতে হবে। এছাড়া করোনা প্রণোদনা যেন জলবায়ু-সামঞ্জস্যপূর্ণ উন্নয়নকে সমর্থন করে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয়।