বরিশালে যৌতুক না পেয়ে স্ত্রীকে খুন॥ স্বামীর ফাঁসি

দেশ জনপদ ডেস্ক | ১৭:২২, সেপ্টেম্বর ২৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের হিজলায় যৌতুকের দাবিতে স্ত্রী মাকসুদা বেগমকে হত্যার রায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার ভাওশিয়া গ্রামে ২০১৩ সালের ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী মনির নিজ ঘরে স্ত্রী মাকসুদাকে মারধর করেন। এতে একই দিন রাত সাড়ে ৮টায় মারা যান মাকসুদা। এরপর মাকসুদার ভাই ওলিউল বাদী হয়ে চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় স্বামী মনিরকে মৃত্যুদণ্ড এবং বাকি তিন আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মৃত্যুদণ্ডের বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ  নিশ্চিত করেন।