কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ-সম্পাদক হিসাবে দেখতে চায় তৃণমূল ॥

দেশ জনপদ ডেস্ক | ২২:১৩, সেপ্টেম্বর ২৩ ২০২০ মিনিট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন-সম্পাদক হিসাবে আঃ সালাম বিশ্বাসকে দেখতে চায় স্বেচ্ছাসেবকলীগের তৃণমূলের নেতা-কর্মীরা। আঃ সালাম বিশ্বাস বর্তমান পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি’র দায়িত্ব পালন করলেও উপজেলা রাজনীতির অঙ্গনেও তার অবদান অনস্বীকার্য। তিনি সবসময় উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের খোঁজ খবর রেখেছেন। স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনে আ. সালাম বিশ্বাসের অগ্রণী ভূমিকা ছিল। নেতা-কর্মীরাও তাদের যেকোন সমস্যায় সালাম বিশ্বাসের সরণাপন্ন হতো। তাই কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আ. সালাম বিশ্বাস এখন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তৃণমূল নেতা-কর্মীদের ভরসার একমাত্র পাত্র হয়ে দাঁড়িয়েছেন। কেবল স্বেচ্চাসেবকলীগ নয় উপজেলা আ.লীগের নেতা-কর্মীদের কাছেও সালাম বিশ্বাস একটি পরিশ্রমী কর্মী ও বিশ্বস্ত নাম। আ.লীগের প্রতিটি মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের মাধ্যমে সালাম বিশ্বাস উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের নিকট তার গ্রহণযোগ্যতার জায়গাটি তৈরী করে নিয়েছেন। তাই কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তৃণমূলের নেতা-কর্মীরা আ. সালাম বিশ্বাসকে আগামীতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায়। জানা যায়, সদা-হাসেজ্জ্বল, কর্মীবান্ধব ও তরুণ সমাজসেবক আ. সালাম বিশ্বাস উপজেলার লালুয়া ইউনিয়নের বিশ্বাস পরিবারে জন্মগ্রহণ করেন। তার নিজস্ব মনোবল ও একান্ত প্রচেষ্টায় তিনি রাজনৈতিক অঙ্গনে এ পর্যন্ত এসেছেন। ছোট বেলা থেকেই রাজনীতির প্রতি তার আলাদা একটা টান জন্ম নেয়। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তিনি আ.লীগের রাজনীতিতে পাঁ রাখেন। আ. সালাম বিশ্বাস পর পর দু-বার লালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ব্যবসায়ীক কাজে কলাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ছোট সিকদার এলাকায় নিজস্ব বসত-বাড়ী করেন। এরপর তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ সিকদারের হাত ধরে স্বেচ্ছাসেবকলীগের রাজনীতি শুরু করেন। রাজনীতির মাঠে কঠোর পরিশ্রমী, ত্যাগী ও কর্মী বান্ধব নেতা হিসাবে খুব অল্প সময়ের মধ্যেই আ. সালাম বিশ্বাস কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহক্ষায়কের দায়িত্ব পান। সফলভাবে দায়িত্ব পালনের পুরষ্কার স্বরূপ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ তাকে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতির গুরু দায়িত্ব অর্পন করেন। পৌর সভাপতির দায়িত্ব পালন করলেও সালাম বিশ্বাস তার নিজস্ব দক্ষতা ও রাজনৈতিক বুদ্ধিমত্তার মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তৃনমূল নেতা-কর্মীদের মনে খুব সহজেই জায়গা করে নিয়েছেন। তাই স্বেচ্ছাসেবকলীগের তৃণমূলের নেতা-কর্মীদের ধারণা আগামী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে সালাম বিশ্বাসের বিকল্প নেই। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেকলীগরে দপ্তর সম্পাদক গাজী মোঃ জসিম বলেন, কলাপাড়া স্বেচ্ছাসেবকলীগের আগামী নেতৃত্বে আ. সালাম বিশ্বাসকে আমরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই। এ বিষয়ে কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আ. সালাম বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন, ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জড়িয়ে আছি। যতক্ষণ বেঁচে আছি বঙ্গুবন্ধুর আদর্শকে বুকে আগলে রেখে বাকী পথটুকু চলার চেষ্টা করবো। তিনি আরোও বলেন, নেতৃবৃন্দ আমাকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দিলে আমি উপজেলা স্বেচ্ছাসেবকলীগকে একটি আদর্শ ও মডেল সংগঠন হিসাবে গড়ে তুলবো।