বানারীপাড়ার ‘ইমরান’ ঢাকায় মোটরসাইকেল ছিনতাইর ঘটনায় গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ০০:০৪, সেপ্টেম্বর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লবনসাড়া গ্রামের সাবেক মহিলা মেম্বার জাকিয়া বেগম ও মুদি দোকানদার আবদুল রহিম হাওলাদারের ছেলে ইমরান ও সহযোগীকে ঢাকায় ভাড়ায় চালিত রাইড শেয়ার সার্ভিস পাঠাও যাত্রী হয়ে মোটরসাইকেল ছিনতাই ঘটনায় গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা সংস্থা(ডিবি)পুলিশ।ডিবি সুত্রে যানা গেছে ২১আগস্ট দুপুরে একব্যাক্তি ভাড়ায় চালিত মটরসাইকেলে ওঠে তবে অ্যাপস এ নয় চুক্তিতে,তার গন্তব্য উত্তরার দিয়াবাড়ী।গন্তব্যে পৌছে ভাড়া না দিয়ে উল্ট গাড়ীর চাবি নিয়ে যায়।যাত্রী বেসে ছিনতাইকারীর সঙ্গে যোগ দেয় আরও একজন,দিনে দুপুরে মটরসাইকেলটি নিয়ে পালায় দুই ছিনতাইকারী।ডিবি পুলিম ও সাংবাদিক কাছে ছিনতায়ের বর্ননা দেয় ছিনতাইকারী কিশোর সন্ত্রাসী মো: ইমরান ও তার সহযোগী।ছিনতাইকারী ইমরান বলেন আমি যাত্রী বেসে মধ্য বাড্ডা থেকে তুরাগ নদীর তীরবর্তি একটি স্থানে অবস্থান করে তার সহযোগী,ইমরানের সহযোগী বলেন আমি এসে ছুরি বের করে ভয় দেখিয়ে মটরসাইকেল নিয়ে পালিয়ে যাই।মটরসাইকেল ছিনতায়ের ঘটনায় চালক নিজে বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করে।এঘটনায় থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করে ডিবি পুলিশের উত্তরা জোনাল।টিমছিনতাইকারী ইমরানকে রামপুরা থেকে আটক করা হয়।তার দেয় তথ্য অনুযায়ী অপর ছিনতাইকারীকে গ্রেফতার করে খুলনার বাগেরহাট থেকে।ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিরশ কমিশনার মো:বদরুজ্জামান জিল্লু বলেন ওরা পেশাদার ছিনতাই কারী গত দুই বছর ধরেই তার ছিনতায়ের সাথে জরিত।মাসে এক টা দুইটা কাজ করে আবার নিজ এলাকায় চলে যায়।পরিস্থিতি ঠান্ডা হওয়ার জন্য নিজ নিজ এলাকায় অবস্থান নেয় যাতে করে তারা পুলিশের কাছে ধরা না পরে।কিছুদিন পরে আবার এই কাজে যোগ দেয়।তিনি আরও বলেন ওদের সাথে আরও কেউ ছিনতাইয়ের সাথে জরিত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।রাইড শেয়ার সার্ভিস পাঠাও চালক ও মামলার বাদী বলেন আমার গলায় ছুরি ধরে ওরা আমার মটরসাইকেলটি ছিনতাই করে নেয়।মটরসাইকেল ছিনতাইয়ের সাথে জরিত মুল হোতা আটক ইমরান বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লবন সাড়া গ্রামের মুদি দোকানদার আবদুল রহিম হাওলাদারের ছেলে।স্থানী সুত্রে যানা গেছে ইমরানের পিতা রহিম হাওলাদার নিজেও নানা অপকর্ম করে আসছে,সাধারন মানুষের জমি-জমা দখল মিথ্যা মামলা দিয়ে হয়রানীরমত অপরাধ।তার বিরুদ্ধেও একাধীক মামলা চলামান।এমনকি ইমরানের(মা)মানে মুদি দোকানদার আবদুল রহিম হাওলাদারের স্ত্রী সাবেক মহিলা মেম্বর জাকিয়া বেগম ইউপি সদস্য থাকা কালিন অবস্থায় বিভিন্ন দুর্নিতীর সাথে জরিত হয়ে পরে নিজের জনপ্রিয়তা হারায়।এ-বিষয়ে বানারীপাড়ার থানা ওসি বলেন এদরে সাথে স্থানীয় অনেকের মামলা চলমান।নতুন করে কোন অভিযোগ পাই নাই।পেলে আইনগত ব্যাবস্থানেয়া হবে।