বরিশাল
বরিশালে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক॥ ইউনিয়ন পরিষদ সচিবদের পদ মর্যদা ১০ম গ্রেডে উন্নউতকরণ ও সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা দাবিতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাটসা)। শনিবার সকাল ১১টায় নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে এই বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম রেজাউল করিম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মো. সোহেলুর রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন। বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন চৌধুরী, বরগুনা জেলা কমিটির সহসভাপতি সবাবুল আকতার, ঝালকাঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাকসুদুল হক, পটুয়াখালী জেলা কমিটির সাবেক সভাপতি যাদব দত্ত প্রমুখ।