বরিশাল
ধর্ষণের প্রতিবাদে বরিশালে সাইকেল র্যালি
নিজস্ব প্রতিবেদক॥ দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বরিশাল নগরে সাইকেল র্যালি করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ একদল তরুণী।স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটির আয়োজনে বুধবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একদল তরুণীর নেতৃত্বে এ সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি নগরে সদররোড, হাসপাতাল রোড, সিঅ্যান্ডবি রোড হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এসময় তারা পিঠে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পাদদেশে সাধারণ নারী ও পুরুষের অংশগ্রহণে ধর্ষণের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ নেয় ওই তরুণীরা। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষদের পাশাপাশি, শারীরিক প্রতিবন্ধী নারীও লাল সবুজ সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, কোনো আহ্বান নয়, যান মনে হয়েছে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন, প্রতিবাদ করা উচিত, তারাই এখানে অংশগ্রহণ করেছে। ধর্ষকদের কোনো ক্ষমা নয় জানিয়ে কলেজ ছাত্রী নিসাত নিসা ও স্কুল ছাত্রী ফারিয়া ইসলাম হৃদি বলেন, আমরা ধর্ষণের প্রতিবাদে এ সাইকেল র্যালি করেছি। আমরা ধর্ষণ বন্ধ হোক, শিশু ও নারী নিরাপদে থাকুক।